প্রিন্সিপাল বাণী
আলহামদু লিল্লাহ। প্রিয় ভাই ও বোন, দীর্ঘদিন যাবত 3L. analysis ফেইসবুক পেইজ থেকে বাচ্চাদের জন্য তিন ভাষা তথা আরবি, ইংরেজি ও বাংলায় ক্লাস করিয়ে আপনাদের থেকে যে ভালোবাসা ও সাপোর্ট পেয়েছি তা অভাবনীয়। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখেন তাদের সিংহভাগ মানুষের একটা চাওয়া ছিল যে, আমাদের ক্লাসগুলো যেন শুধু অনলাইনেই সীমাবদ্ধ না থেকে একটি প্রতিষ্ঠানমুখী হয়। এতে অনেক শিক্ষার্থী সরাসরি আমাদের থেকে প্রাতিষ্ঠা্নিক শিক্ষা লাভের সুযোগ পাবে।
ব্যক্তিগতভাবে প্রতিষ্ঠান করার মতো শক্তি, দক্ষতা বা যোগ্যতা কোনটিই আমার নেই; তবুও আপনাদের ভালোবাসা, অনুপ্রেরণা এবং আল্লাহর ইচ্ছায় এই প্রতিষ্ঠানটি করার মতো দুঃসাহস করি। তাই আমি মনে করি এই প্রতিষ্ঠানটি শুধু আমার নয়; বরং এটি আপনাদের এবং বাংলাদেশের মাটি ও মানুষের প্রতিষ্ঠান। আমি/ আমরা আপনাদের এই প্রতিষ্ঠানের নগণ্য খাদেম মাত্র ।
আপনাদের কাছে আমাদের কোন অর্থ-কড়ির চাওয়া নেই; শুধু এতোটুকুই চাইবো, আপনাদের একনিষ্ঠ মোনাজাতে যেন আমাদের ও প্রতিষ্ঠানের নামের ঠাই হয়। আপনারা যে ভালোবাসা ও আস্থা নিয়ে আমাদের কাছে সোনামণিদের অর্পণ করেছেন, সেই আস্থার জায়গায়টুকু আমরা ধরে রাখতে বদ্ধপরিকর। ইন শা আল্লাহ।
ভাইস প্রিন্সিপাল বাণী
আসসালামু আলাইকুম। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। ধীরে ধীরে বেড়ে উঠা এ শিশুরাই একদিন জাতিকে দিক নির্দেশনা দিবে। আর তাই এসব কোমলমতি শিশুদেরকে আগামীর যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের সকলের। আমাদের দেশের সকল অভিভাবকের প্রথম চিন্তা তাঁর সন্তানকে উচ্চ শিক্ষায় সুশিক্ষিত করে সত্যিকারের ভাল মানুষ হিসেবে গড়ে তোলা। সেই স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে প্রত্যেক অভিভাবক তাঁর সন্তানকে একটি ভাল শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য রীতিমত ভর্তিযুদ্ধে অবতীর্ণ হন। সেরকম একটি ভাল শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার স্বপ্ন আমি দীর্ঘদিন ধরে লালন করে আসছি। যেখানে থাকবে হিফয শাখা ও জেনারেল ইংলিশ ভার্সন- কম্বাইন্ড কারিকুলাম, অর্থাৎ একটি বাচ্চা যেনো বড় হয়ে বাইতুল মোকাররম পরিচালনার যোগ্যতা অর্জন করতে পারে একই সাথে সচিবালয়।শিশুরা যেমন শুদ্ধ ভাষায় বাংলা বলবে ঠিক তেমনি ভাবে স্পোকেন ইংলিশ ও আরবি ভাষায়ও দক্ষতা অর্জন করবে। শুধু তাই নয়, প্রেজেন্টেশন, হ্যান্ড রাইটিং ইত্যাদিতেও এক্সপার্ট হবে ইন শা আল্লাহ। প্রতিটি শিশুকে সুশিক্ষিত করে গড়ে তোলা ও দেশের বাইরে পড়াশোনা করানোর ইচ্ছুক ছাত্র-ছাত্রীদেরকে উপযুক্ত করে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। আর এ লক্ষ্যকে সামনে রেখেই “আল ইন্তিফাদাহ ইন্সটিটিউট” নামে এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হয়েছে আলহামদুলিল্লাহ! মাহন রব্ব এর ইচ্ছায় সকলের সহযোগিতা পেলে এ প্রতিষ্ঠানটি একদিন সাফল্যের তাজ ধারণ করবে এবং সেরাদের মধ্যে সেরা প্রতিষ্ঠান হবে -এ আমার বিশ্বাস। এ প্রতিষ্ঠানটি একবার ঘুরে এসে দেখে যাবার অনুরোধ জানিয়ে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।
আই টি এক্সপার্ট
প্রতিটি সেজদা আমাদের মনে করিয়ে দেয়, এইসব যশ, খ্যাতি, বিত্ত-বৈভব, শক্তি-সামর্থ্য থাকা সত্ত্বেও দিনশেষে আমরা তার গোলাম তিনি আমাদের মনিব। তার আনুগত্য স্বীকার করে মাটিতে লুটিয়ে পড়া ব্যতীত আমাদের আর কোন গত্যন্তর নেই। কেননা আল্লাহ্ আমাদের গোপন কান্না - কথা গুলো বেশি পছন্দ করেন।